সাতক্ষীরা: সাতক্ষীরার মেসার্স রনি এগ্রো ইঞ্জিনিয়ারিং ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৫’ লাভ করেছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এ সময় মেসার্স রনি এগ্রো ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম রনি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম ও এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ।
অনুষ্ঠানে ছয়টি ক্যাটাগরিতে ২০১২ সালের জন্য ১০টি, ২০১৩ সালের জন্য ১৭টি ও ২০১৫ সালের জন্য ১৮টি শিল্প প্রতিষ্ঠানকে এ পুরস্কারে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসআর