ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে ৭ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
বরিশালে ৭ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: স‍ুখী স্বদেশ গড়তে চাই, আয়করের বিকল্প নাই- এ স্লোগানে বরিশালে ৭ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলে এ মেলার উদ্বোধন করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ-এমপি।

মেলা উদ্বোধনের পর হল প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মীর মোস্তাক আলী, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
 
সভায় প্রধান অতিথি জেবুন্নেছা আফরোজ বলেন, আয়কর দেওয়া মানে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করা। একটি দেশ যখন এগিয়ে যায় তখন অনেক কিছুরই দরকার হয়। যা পুরোটাই জনগণকে দিতে হয় আয়করের মাধ্যমে। আয়কর দেওয়া দেশের নাগরিকদের কর্তব্য।

অশ্বিনী কুমার হলে শুরু হওয়া মেলা ৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

অপরদিকে, বরিশাল কর অঞ্চলের আওতাধীন বরিশাল বিভাগের অন্যান্য জেলা সদরে ৪ দিনব্যাপী ও ৫টি উপজেলায় ২ দিনব্যাপী এ আয়কর মেলা চলবে।

বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. আশরাফুজ্জামান জানান, মেলায় সেবার মধ্যে নতুন করদাতাদের জন্য ই.টি.আই.এন রেজিস্ট্রেশন এবং পুরাতন করদাতাদের জন্য টি.আই.এন রি-রেজিস্ট্রেশন করার সু-ব্যবস্থা, আয়কর রিটার্ন ফরম সিটিজেন চার্টার সরবরাহ, আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা এবং তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া, হেল্প ডেস্কের মাধ্যমে করদাতাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া, ই-পেমেন্টের মাধ্যমে আয়কর দেওয়া, মেলা প্রাঙ্গণে সোনালী ও জনতা ব্যাংকের অস্থায়ী বুথের মাধ্যমে আয়করের টাকা পরিশোধ, ভ্যাট ও সঞ্চয় অধিদপ্তরের অস্থায়ী বুথের মাধ্যমে সেবাসহ নানান সুবিধা দেওয়া হবে।

সবকিছু এক জায়গাতে হওয়ায় করদাতারা স্বাচ্ছ্যন্দবোধ করবেন বলে জানিয়ে তিনি সবাইকে মেলায় আসার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬

এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।