ঢাকা: টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারের সঙ্গে চার বছরের জন্য ১ দশমিক ২ বিলিয়ন ডলারের একটি ‘অঙ্গীকার চুক্তি’ স্বাক্ষর করেছে জাতিসংঘ।
এরআগে এ চুক্তিটি পাঁচবছর মেয়াদী ছিলো।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে জানানো হয়, জাতিসংঘ উন্নয়ন সহায়তা ফ্রেমওয়ার্ক ২০১৭-২০২০ হিসেবে পরিচিত এ চুক্তির উদ্দেশ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা করা। যা তিনটি বিষয়ভিত্তিক কার্যফলাফলে কেন্দ্রীভূত। এগুলো হলো- মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি।
এই তিনটি ক্ষেত্রের মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সংস্থাগুলো নিশ্চিত করতে চায় যেন সব মানুষ সমান অধিকার, প্রবেশাধিকার ও সুযোগ পায়, পরিবশেগত স্থিতিশীলতা এবং সক্ষমতা যেন আরও মজবুত হয়।
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়ারটকিন্স এ প্রসঙ্গে বলেন, এই ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য হলো টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে সরকারকে সহযোগিতা করা, যেন তা সবার জন্য সমানভাবে কাযর্ক্ষম হয়।
এই ফ্রেমওয়ার্কটি জাতিসংঘের সংস্থাগুলোর এসডিজি সম্পর্কিত কাজের অগ্রাধিকার তৈরি ও লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য একটি পথ নির্দেশক হিসেবে কাজ করবে। একইসঙ্গে ফ্রেমওয়ার্কটি বাংলাদেশের ভিশন-২০২১ ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে প্রান্তিককৃত।
এই ফ্রেমওয়ার্ক বাংলাদেশ ও তার জনগণের অগ্রগতির জন্য সরকার ও জাতিসংঘের মধ্যে বন্ধন আরও দৃঢ় করেছে।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
জেপি/এএ