সিলেট: শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। সুনাগরিক হয়ে এক সময় দেশ পরিচালনা করবে।
রোববার (০৬ নভেম্বর) সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থীকে নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আয়কর মেলায় আসার আমন্ত্রণ জানানো হয়।
শিক্ষার্থীদের মধ্যে আয়কর সম্পর্কে সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ নেয় কর কমিশন। বাস্তবে কিভাবে কর দিতে হয়, তা শিখলেন সিলেটের দু’টি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।
কর কর্মকর্তারা গল্পের ছলে তাদের শেখান কিভাবে কর দিতে হয়। কর প্রদানের মাধ্যমে একটি দেশ কিভাবে সাবলম্বী হয় সেই গল্প শোনান কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলাম ও যুগ্ম কর কমিশনার মাহবুব মোরশেদ। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।
সিলেট কর অঞ্চলের সহকারী কর কমিশনার কাজল কুমার সিংহ বাংলানিউজকে বলেন, সপ্তাহব্যাপী আয়কর মেলায় রোববারের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের কর সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়া। মেলায় এসে তারা শিখেছে কিভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয়, নতুন টিআইএন গ্রহণ করতে হয় কিভাবে, পুরনো টিআইএন রি-রেজিস্ট্রেশনসহ আয়কর সংক্রান্ত বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন তারা।
সিলেট কর অঞ্চলের কর কমিশনার কর সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বাংলানিউজকে বলেন, কর আদায়ের মাধ্যমে দেশকে কিভাবে এগিয়ে নিতে হয় তা জানলো শিক্ষার্থীরা। কেননা তারা আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেবে। তাই ইটিআইএনধারী হওয়া, রিটার্ণ প্রদানসহ বিভিন্ন দিক তাদের সামনে তুল ধরা হয়।
তিনি বলেন, কর প্রদান নিয়ে আমাদের ভবিষ্যত প্রজন্মের ভীতি দূর করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে।
বিভাগীয় নগরী সিলেটে সাতদিন মেলা চললেও মৌলভীবাজার চারদিন ব্যাপী মেলা শনিবার শেষ হয়েছে। রোববার হবিগঞ্জে চার দিনব্যাপী মেলা শেষ হয় এবং সুনামগঞ্জ জেলায় চারদিন ব্যাপী মেলা চলবে সোমবার (৭ নভেম্বর) পর্যন্ত। এছাড়া সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুদিন ও মাধবপুর, ছাতক, বালাগঞ্জ ও শ্রীমঙ্গলে একদিনের জন্য ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এনইউ/বিএস