ঢাকা: শরীয়তপুরের জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ছয়জন কৃতী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেছে এম ইউ ফাউন্ডেশন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এবং এম ইউ ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়নুল হক সিকদারের পিতা মোকফর উদ্দিন এর নামে গঠিত সংস্থাটি নানা রকম জনহিতকর কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী দেশের এমন প্রত্যন্ত অঞ্চলে একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এর প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদারের ভূঁয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারপারসন পারভিন হক সিকদার, জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মমতাজুল হক ও উপাচার্য অধ্যাপক ড. আব্বাস আলী খান ও মনোয়ারা সিকদার উপস্থিত ছিলেন।
অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও বৃত্তি তুলে দেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এসই/এমজেএফ