ময়মনসিংহ: বৃহত্তর ময়মনসিংহে গতবারের তুলনায় পাঁচ গুণ বেশি কর আদায় হয়েছে। এ অর্জনের মধ্যে দিয়েই শেষ হলো সপ্তাহব্যাপী আয়কর মেলা।
সোমবার (৭ নভেম্বর) রাতে ময়মনসিংহ কর অঞ্চলের বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগীয় কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ।
তিনি জানান, সাত দিনব্যাপী বিশাল আয়োজনের মাধ্যমে ২৯ হাজার ৮১৪ জন ব্যক্তিকে সেবা দেওয়া সম্ভব হয়েছে। মেলায় উৎসবমুখর পরিবেশে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৬ হাজার ৩৭৩ জন করদাতা। এতে মোট আয়করের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৯২৮ টাকা।
এ সময় অতিরিক্ত কর কমিশনার ফজলুর রহমান, উপ কর-কমিশনার আলাহ্উদ্দিন আহমেদ, চার সহকারী কর কমিশনার সৌমিত্র চক্রবর্তী, নুরুল হুদা, সারোয়ারুল হক বিশ্বাস, এস.এম. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
আবুল কালাম কায়কোবাদ আরও জানান, মেলায় উৎসবমুখর পরিবেশে ১ হাজার ৭৩৪টি নতুন টিআইএন ইস্যু করা হয়। এছাড়া ১৪ জন পুরাতন করদাতা রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমএএএম/এটি