ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

‘পিওনিরোস ২০১৬’ কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন টিম ফিনিক্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, নভেম্বর ৯, ২০১৬
‘পিওনিরোস ২০১৬’ কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন টিম ফিনিক্স

বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব আয়োজিত ‘পিওনিরোস ২০১৬’ কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে টিম ফিনিক্স।

ঢাকা: বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব আয়োজিত ‘পিওনিরোস ২০১৬’ কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে টিম ফিনিক্স।

 

বুয়েট অডিটরিয়ামে সম্প্রতি এ কম্পিটিশনের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়, যেখানে সেরা পাঁচটি দল কেস নিয়ে তাদের উপস্থাপনা পেশ করেন।


উপস্থাপনা শেষে বিচারকদের রায়ের ভিত্তিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাসুদ খাঁন।

লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের স্ট্র্যাটেজি অ্যান্ড আইটি ডিরেক্টর নায়মুল বাসেত, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাকিব হোসেনসহ বিভিন্ন বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।