ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক ছাদের নিচে সংসার গোছানোর সব 

উর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
এক ছাদের নিচে সংসার গোছানোর সব  ছবি: দীপু-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংসার গোছাতে গিয়ে হাজারটা ঝক্কি-ঝামেলায় পড়েন গৃহিণীরা! একেক মার্কেট থেকে একেকটা পণ্য কেনা। এরমধ্যে সৌখিন হলে তো কথাই নেই। এটা হয়নি...ওটা এভাবে নয় ইত্যাদি...ইত্যাদি। 

ঢাকা: সংসার গোছাতে গিয়ে হাজারটা ঝক্কি-ঝামেলায় পড়েন গৃহিণীরা! একেক মার্কেট থেকে একেকটা পণ্য কেনা। এরমধ্যে সৌখিন হলে তো কথাই নেই।

এটা হয়নি...ওটা এভাবে নয় ইত্যাদি...ইত্যাদি।  

মনের মতো করে নিজের ঘরটি সাজানো নিয়ে শুরু হয় নানা ভাবনা। কিন্তু হোম ফেস্টে গেলে সে চিন্তা মোটেই থাকবে না! একই ছাদের নিচে সংবারের সব জিনিসই পেয়ে যাচ্ছেন গৃহিণীরা।  

শুক্রবার (০২ ডিসেম্বর) ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ভিড় ছিলো রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। এদিন সকালেই মেলার উদ্বোধন করা হয়।  

দুই দিনব্যাপী এ মেলায় দেশের নাম করা সব ইন্টেরিয়র কোম্পানি অংশ নিয়েছে। একই ছাদের নিচে আছে শোবার ঘর, বসার ঘর, বাচ্চাদের ঘর, খাবার ঘর সাজানোর নানা পণ্য।  
শুধু তাই নয়, রয়েছে বিভিন্ন বাজেটে রান্না ঘর ও বাথরুম সাজানোর ব্যবস্থাও। সবগুলোই  পুরোপুরি পরিপাটি করে সাজানো।  

ওয়াইল্ড মিলের কর্মকর্তা নৌশিন বুশরা জানান, মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীদের ইন্টেরিয়র ডিজাইন বিষয়ে নানা তথ্য দেওয়া হচ্ছে। আবার অর্ডার দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে দেওয়া হবে।  

শুক্রবার ছ‍ুটিরদিন হওয়ায় সকাল থেকেই দর্শনার্থীরা আসতে থাকেন এই প্রদর্শনীতে। তবে দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই সেখানে উপচে পড়া ভিড় ছিলো লক্ষ্যণীয়।  

প্রদর্শনীতে এসেছেন রাজধানীর উত্তরার বাসিন্দা নাসরিন হাবিব। একটি বহুজাতিক কোম্পানিতে হিসাব বিভাগের কর্মকর্তা তিনি।  

বললেন, বর্তমানে বেশিরভাগ পরিবারে স্বামী-স্ত্রী উভয়ই  কর্মজীবী। নিজেরা সেভাবে ভাবারও সময় পান না। তাই দিনেদিনে ইন্টেরিয়র ডিজাইনারদের চাহিদা বাড়ছে।  

বাংলানিউজকে তিনি বলেন, মানুষ এখন যন্ত্রের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে। তাদের কাছে ঘর দেখে শুনে গোছানোর খুব একটা সময় থাকে না। এরপরও কে না চান-নিজের ঘরটা সুন্দর করে সাজাতে। আর তাই ইন্টেরিয়র ডিজাইনারদের কাছে আমরা ছুটে যাই।  

‘এতে একদিকে বাজেটের মধ্যে ঘরও সুন্দর করে সাজানো হয়, আবার নিজের কাজও ঠিক থাকে। তাই মেলাতে এসেছি। ’ 

নতুন বিয়ে করেছেন আজীম কাদির ও সোনিয়া কাদির। দুইজনই মার্চেন্ডাইজার। বাংলানিউজকে বললেন, বিয়ে তো করলাম। এখন সংসার গোছানোর পালা। বেড রুমের একটা সেট আপ দেখলাম। বাজেট প্রায় দুই লাখ টাকা।  

‘কিন্তু এতো টাকা আমাদের পক্ষে একটি ঘর সাজানোতে ব্যয় করা সম্ভব নয়। তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জেনেছি কম বাজেটেও এ সেট আপ করা যায়। সেক্ষেত্রে বিশেষ কোনো ব্র্যান্ডের আসবাবপত্র দেওয়া যাবে না। তবে আমরা তাতেই খুশি। বুকিংও দিয়ে গেলাম। ’ 

দর্শনার্থীদের সমাগমে খুশি হোম ফেস্টে অংশগ্রহণকারীরাও। ক্লোভ-এর হেড অব ডিজাইনার ক্যামেলিয়া আরেফিন বাংলানিউজকে বলেন, এ মেলায় প্রচুর দর্শনার্থী আসছেন। যা দেখে সত্যি আমরা আনন্দিত।  

‘বিক্রিটা মূল বিষয় না। মেলার মাধ্যমে আমরা শুধু প্রচারটাই করতে চাই। যাতে পরে ক্রেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ’  

শুক্রবার শুরু হওয়া এ মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রত্যেকদিন সকাল ১০ টা থেকে টানা রাত ৮ টা পর্যন্ত চলবে সবার জন্যে উন্মুক্ত এ হোম ফেস্ট।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
ইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।