ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বর্ণের দাম কমলো ভরিতে ১১শ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
স্বর্ণের দাম কমলো ভরিতে ১১শ টাকা

পনের দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম। বুধবার (০৭ ডিসেম্বর) থেকে দেশের বাজারে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি হবে।

ঢাকা: পনের দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম। বুধবার (০৭ ডিসেম্বর) থেকে দেশের বাজারে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি হবে।



প্রতি ভরি স্বর্ণে নয়শ থেকে এক হাজার একশ টাকা পর্যন্ত কমেছে। এর আগে স্বর্ণের দাম কমানো হয়েছে চলতি বছরের ২১ নভেম্বর।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে বলে বাজুস দাবি করছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা প্রতি ভরি বুধবার থেকে বিক্রি হবে ৪৪ হাজার ৭৯০ টাকা। আগের দাম ছিল ৪৫ হাজার ৮৯৮ টাকা।

অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা।

সোমবার থেকে পরবর্তী দাম নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪২ হাজার ৬৯০ টাকায়। আগে দাম ছিল ৪৩ হাজার ৮৫৬ টাকায়। এ মানের ভরিপ্রতি ১ হাজার ১৬৫ টাকা কমেছে।

আর ১৮ ক্যারেটে ৮৭৪ টাকা কমে ভরি প্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৩ টাকা। আগে দাম ছিল ৩৭ হাজার ৯০৮ টাকা।

আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি ২৪ হাজার ২৮ টাকা। আগে দাম ছিল ২৫ হাজার ১৯ টাকা। অর্থাৎ ভরিতে ৯৯১ টাকা কমেছে।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম রয়েছে ১ হাজার ৫০ টাকা।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।