একশ টাকার টিকিটে পাঁচ মিনিটের ৯ডি মুভ্যি দেখার সুযোগ থাকছে শিশু পার্কে। এছাড়া রয়েছে ৪০ টাকায় বিলাসী সাম্পানে উড়বার সুযোগ।
মেলা প্রাঙ্গণে শিশু পার্কটির দায়িত্বরত কো-অর্ডিনেটর রিয়াজ আহমেদ বাংলানিউজকে বলেন, আমরা এবার দিয়ে তিন বছর বাণিজ্যমেলায় অংশ নিয়েছি। বাচ্চাদের সময়টা যেন ফূর্তিতে কাটে সে জন্যই শিশু পার্কের আয়োজন। এবার তিনটি রাইড ছাড়া বাকি সব রাইডের টিকিট মূল্য ৩০ টাকা।
শিশু পার্কটি এখনও পুরোপুরি প্রস্তুত না হলেও কয়েকটি রাইড চালু হয়েছে প্রথম দিন থেকেই। সোমবার (০২ জানুয়ারি) সরেজমিনে দেখা যায় ট্রেন রাইডের কাজ চলছে।
সম্পূর্ণ ডিজিটাল এই শিশু পার্কের প্রতিটি রাইডই ইলেক্ট্রিক যন্ত্রচালিত। এক একটি রাইডে ৫ থেকে ৮ মিনিট উপভোগ করতে পারবে শিশুরা।
রঙিন সাম্পানে বসে আকাশে উড়বার স্বপ্ন দেখাচ্ছে শিশু পার্ক। মিউজিকের তালে তালে দোল খাচ্ছে সাম্পান, সঙ্গে দোল খাচ্ছে শিশু-কিশোররাও। হানি সুইংয়ে বসে মুক্ত বাতাসে উড়ছে শিশুরা।
৯ডি মুভ্যিতে ডোরেমন, স্পাইডারম্যান, ডাইনোসরদের দেখা মিলবে একেবারে হাতের নাগালে। শিশুরা ছাড়া অন্যরাও উপভোগ করতে পারবে ৯ডি মুভ্যি।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এসএম/এমজেএফ