ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজ্ঞাপনে অর্থপাচার: ডেকো-অন্নপূর্ণা এমডিকে তলব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
বিজ্ঞাপনে অর্থপাচার: ডেকো-অন্নপূর্ণা এমডিকে তলব

ঢাকা: বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের নামে অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগে অন্নপূর্ণা অয়েল মিল ও ডেকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
 

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) শুল্ক গোয়েন্দা থেকে এ সংক্রান্ত দুইটি চিঠি দেওয়া হয়েছে। আগামী ২৮ জানুয়ারি শুল্ক গোয়েন্দায় হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য এ চিঠি দেওয়া হয়।


 
বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের নামে এ দুইটি প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থপাচার করেছে বলে অভিযোগে পেয়েছে শুল্ক গোয়েন্দা। এরই পরিপ্রেক্ষিতে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
 
চিঠিতে উল্লেখ করা হয়- দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনের নামে অবৈধভাবে অর্থপাচারের একটি অভিযোগ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর অনুসন্ধান করছে। গত তিনবছরে যেসব বিজ্ঞাপন প্রচার করা হয়েছে সে সংক্রান্ত তথ্যাদি, বিলের মাধ্যমে অর্থপাচারের রিসিট, ব্যাংক ডকুমেন্টস ও অন্যান্য দলিলাদি যাচাই করা হচ্ছে।
 
তবে, কি পরিমাণ অর্থপাচার করেছে তা উল্লেখ করা হয়নি। অনুসন্ধানের পর তা বেরিয়ে আসবে। অভিযোগ প্রমাণিত হলে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা হবে।
 
অবৈধ বিজ্ঞাপন প্রচারের নামে প্রতিবছর প্রায় ৪০০ কোটি পাচার হয়ে যাচ্ছে। এ দেশীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করে আসছে টিভি মালিকদের সংগঠন মিডিয়া ইউনিটি।
 
বিজ্ঞাপন প্রচারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানায়। ২ জানুয়ারি বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।
 
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
আরইউ/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।