মঙ্গলবার (১০ জানুয়ারি) ‘ভোলা নগর উন্নয়ন প্রকল্প’ নামে এ প্রকল্পটি অনুমোদন হয়।
এ প্রকল্পের আওতায় জেলার সাত উপজেলার রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন, কাঁচা রাস্তা পাঁকাকরণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ব্যায় হবে।
এদিকে, এ খবর জেলার সর্বত্র ছড়িয়ে পড়লে আনন্দ উচ্ছাসে মেতে উঠে ভোলার মানুষ।
ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল বাংলানিউজকে বলেন, প্রকল্পটি পাস হওয়ায় উন্নয়নে আরেক ধাপ এগিয়ে গেলো ভোলা, জেলার সাত উপজেলায় সব অবকাঠামো উন্নয়নে খুব শিগ্রই এ কার্যক্রম শুরু হবে।
এছাড়া প্রকল্পটি পাস হওয়ায় তিনি ভোলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
বর্তমান সরকারের আমলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও জেলা সংসদ সদস্যের প্রচেষ্ঠায় একের পর এক উন্নয়নের জোয়ারে ভাসছে দ্বীপজেলা ভোলা। সারাদেশের মধ্যে ভোলাকে সর্বশ্রেষ্ট জেলা ও একটি উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠা করতে ব্যাপক কাজ করে যাচ্ছেন তারা।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এজি