ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩০ টাকায় হেলিকপ্টার সওয়ার!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
৩০ টাকায় হেলিকপ্টার সওয়ার! ৩০ টাকায় হেলিকপ্টার সওয়ার, ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শিশু-কিশোদের কেউ হেলিকপ্টারের সওয়ারি হতে চাইলে অভিভাবকদের খরচ করতে হবে ৩০ টাকা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর থেকেই শিশু-কিশোরদের ভিড় জমে মেলার শিশুপার্ককে কেন্দ্র করে। শিশু-কিশোরদের জন্য রয়েছে পাঁচটি রাইডস।

ঘোড়া, নৌকা, রেলগাড়ি, হেলিকপ্টার ও নাগরদোলা। কিন্তু বাচ্চাদের আকর্ষণ বেশি ঘোড়া আর হেলিকপ্টারে। এ দু’টি রাইডে উঠতে বাচ্চাদের টিকেট পড়ছে ৩০ টাকা করে। হেলিকপ্টার থেকে নেমে শিশু জাইম বলছে, হেলিকপ্টারে উঠেছি ভালো লেগেছে।

ঘোড়ায় একবার চড়ে ভালো লাগায় দ্বিতীয়বার চড়তে মায়ের কাছে বায়না ধরেছে মীম। মীমের মা রুনু আকতার বাংলানিউজকে বলেন, ‘বাচ্চাদের আনন্দটাই বড় বিষয়। একবার ঘোড়ায় চড়েছে। এখন আবার চড়তে চাচ্ছে, কী আর করা!’

বাণিজ্য মেলার অস্থায়ী শিশুপার্কের নৌকায় শিশু-কিশোরদের ভিড়, ছবি: বাংলানিউজকিশোর-কিশোরীদের পছন্দের তালিকায় রয়েছে ইলেকট্রিক নৌকা। নৌকা একবার দুলছে এ মাথা থেকে ও মাথায়। এতে অনেকেই ভয়ও পাচ্ছে। তবে নামার পড়ে রেসিডেনসিয়াল মডেল স্কুলের শিক্ষার্থী আরাফ বাংলানিউজকে বলে, ‘যখন দুলছিলো তখন খুব ভয় পেয়েছি। কিন্তু তারপর বেশি আনন্দই লেগেছে। ’

ইলেকট্রিক নৌকায় চড়তে অভিভাকদের বাচ্চাদের জন্য খরচ করতে হচ্ছে ৪০ টাকা। তবে দোলনায় ছোট বড় সবাই চড়তে পারছেন অনায়াসেই। টিকিটের দাম রাখা হয়েছে ৩০ টাকা। ছোট বাচ্চাকে একা দোলানায় না দিয়ে বশির আহমেদ চড়েছেন সন্তানের পাশের সিটে।

তিনি বাংলানিউজকে বলেন, ‘বাচ্চাটা কাঁদছিলো দোলনায় চড়বে বলে। আবার একা ভয়ও পাচ্ছে। তাই আমিও উঠে বসলাম। ছোট বেলার কথা মনে পড়ে গেলো। আমাদের সময় গ্রামের মেলায় দোলনা থাকতো। তবে সে দোলনা ঘোরাতে হতো, হাতে আর এখনকারগুলো ঘোরে বিদ্যুতের মাধ্যমে। ’

এদিকে, ইলেকট্রিক রাইডের ভিড়ে চাহিদা কমেছে নাগরদোলার। নাগরদোলা প্রায় খালি রয়েছে বেশিরভাগ সময়।

রাজধানীর শেরে বাংলানগরে পহেলা জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। মেলায় বিশ্বের বিভিন্ন দেশের স্টল রয়েছে। যেখানে ক্রেতা বা ভোক্তারা তাদের পছন্দ অনুযায়ী দেশি-বিদেশি পণ্য ক্রয় করছেন। পাশাপাশি শিশু-কিশুদের চলছে বিভিন্ন রাইডে চড়ার ধুম।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ইউএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।