ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শিওরক্যাশ-পেইজা বাংলাদেশ’র মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
শিওরক্যাশ-পেইজা বাংলাদেশ’র মধ্যে চুক্তি শিওরক্যাশ-পেইজা বাংলাদেশ’র মধ্যে চুক্তি

ঢাকা: বাংলাদেশে অনলাইন পেমেন্ট উন্নত করা ও পেমেন্ট ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শিওরক্যাশ এবং পেইজা বাংলাদেশ’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) শিওরক্যাশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পেইজা বাংলাদেশের চেয়ারম্যান ইন্তেজার আহমেদ এবং শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. শাহাদাত খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে পেইজা ও শিওরক্যাশের গ্রাহকরা খুব অল্প সময়ের মধ্যে এক অ্যাকাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা পাঠাতে পারবেন। পেইজা গ্রাহকরা শিওরক্যাশ এজেন্ট পয়েন্ট থেকে টাকা উঠানো ও জমা দেওয়ার সুবিধা পাবেন।

বাংলাদেশ কমার্স ব্যাংক এসব লেনদেনের জন্য মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসই/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।