কাঠের তৈরি আধুনিক রুটি মেকার দিয়ে খুব সহজেই আটা, ময়দা, চাল, কলাই দিয়ে সব ধরণের রুটি বানানো যায়।
সোমবার (১৬ জানুয়ারি) শেরে বাংলা নগরে মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার বিদেশি প্যাভিলিয়ন চার এ 'দেশি পণ্য কিনে রুটি বানান সহজেই' এভাবে ডেকে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে দেখা যায়।
সেখানে কথা হয় দোকানটির মালিক মো. মনিরুজ্জামানের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, আমরাই বাংলাদেশে প্রথম এটি তৈরি করেছি। মেলায় আমাদের দুইটি দোকান রয়েছে।
তিনি বলেন, তিনটি সাইজের রুটি মেকার রয়েছে। মেলা উপলক্ষে আমরা প্রতিটিতে ৫০০ টাকা ছাড় দিচ্ছি তার পাশাপাশি বিশেষ গিফটও দিচ্ছি।
দাম সম্পর্কে তিনি বলেন, বড় সাইজেরটা মেলা উপলক্ষে সাড়ে তিন হাজার, মাঝারিটি তিন হাজার আর ছোটটা আড়াই হাজার টাকা দামে বিক্রি করছি।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এমএইচকে/আরআই