ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বপ্ল মূল্যে শেভার, মেয়েদের স্টাইলিশ চুলের ব্রাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
স্বপ্ল মূল্যে শেভার, মেয়েদের স্টাইলিশ চুলের ব্রাশ মেলায় ছেলেদের দাড়ি কাটার নতুন যন্ত্র, ছবি কাশেম হারুন

ঢাকা: পুরুষদের দাড়ি কাটার পদ্ধতিতে এসেছে নতুনত্ব। ছেলেদের পছন্দ মেনজ শেভার ও ট্রিমার। ইলেকট্রিক এসব যন্ত্র বেশ ভালো বিক্রি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।   

পাশাপাশি মেয়েদের চুল শুকানো এবং চুল স্টাইল করার ব্রাশও পাওয়া যাচ্ছে কম দামেই।
৫০০ থেকে শুরু করে বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে এসব শেভার।

আর সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত।

নোভা, কেমি, জিপার, জিমি, তোশিবা- এমন বিভিন্ন ব্র্যান্ডের শেভার কিনতে যুবকদের আগ্রহ দেখা গেছে এশিয়ান স্কাই শপের ৮১-৮২ নম্বর স্টলে।

বিক্রেতা নাঈম জানালেন, সাধারণভাবে দাড়ি কাটার পাশাপাশি ফোম ব্যবহার করেও কোনো কোনো ট্রিমার দিয়ে দাড়ি কাটা যাবে।
মেলায় ছেলেদের দাড়ি কাটার নতুন যন্ত্র

ট্রিমারগুলোতে রয়েছে ব্যাটারি সিস্টেম, ফলে বিদ্যুতের লাইনে সংযোগ স্থাপন করে দাড়ি কাটার ঝামেলা থাকবে না।    

আর মেয়েদের চুলে বৈচিত্র আনতে বিভিন্ন প্রকার ইলেকট্রিক ব্রাশ এবং হেয়ার ড্রাইয়ার পাওয়া যাচ্ছে এই স্টলে। দাম এক হাজার টাকা থেকে শুরু।

এসব পণ্যে এক বছরের ফ্রি ওয়ারেন্টি থাকছে বলে জানালেন নাঈম।  

**ট্যাব-মোবাইলে ‘ধাক্কা’ অফার

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এমআইএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।