ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ধর্মঘট প্রত্যাহার, বেনাপোল বন্দরে বাণিজ্য সচল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ধর্মঘট প্রত্যাহার, বেনাপোল বন্দরে বাণিজ্য সচল ধর্মঘট প্রত্যাহার, বেনাপোল বন্দরে বাণিজ্য সচল-ছবি: বাংলানিউজ

বেনাপোল(যশোর): ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার হওয়ায় পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য সচল হয়েছে।

ফলে বিভিন্ন পণ্য নিয়ে আটকে পড়া ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।

রোববার (২২ জানুয়ারি) সকাল ১০টায় ব্যবসায়ীদের সঙ্গে কাস্টমসের সমঝোতামূলক আলোচনায় এ পথে বাণিজ্য স্বাভাবিক হয়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা তিতুমীর আহম্মেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, ধর্মঘট প্রত্যাহারে এ পথে সকাল থেকে আমদানি বাণিজ্য শুরু হয়েছে। রফতানি বাণিজ্যও চলছে বলে জানান তিনি।
 
বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, দ্রুত আমদানি পণ্য খালাস করার জন্য সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (২১ জানুয়ারি) ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা বাণিজ্যিক কাজ সম্পাদনে কাস্টমস ও বন্দরের জটিলতার অভিযোগ এনে ধর্মঘটের ডাক দেয়। এতে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ হয়।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এজেডএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।