ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনগণ রাজস্ব দিয়ে বাহাদুরি দেখাচ্ছে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
জনগণ রাজস্ব দিয়ে বাহাদুরি দেখাচ্ছে! জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। ছবি: শাকিল

ঢাকা:  দেশের জনগণ এখন রাজস্ব দিয়ে বাহাদুরি দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৭ উপলক্ষে আয়োজত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

নজিবুর রহমান বলেন, এনবিআর রাষ্ট্রের রাজস্ব আহরণে নিয়োজিত। গত অর্থবছরের লক্ষ্যমাত্রা ১ লাখ ৫০ হাজার পার করে এখন ১ লাখ ৫৫ হাজার ৫১৮ কোটি টাকা আহরণ করেছে এনবিআর।

এছাড়া চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা। গত ৪৫ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেয়েছে ১২২৪ গুণ।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করে রাজস্বের উন্নয়ন ঘটানো হবে। কেননা তথ্য প্রযুক্তির ফলে আমরা এখন অনেক কিছু সহজেই করতে পারি। এছাড়া কাস্টমস দেশের রাজস্ব উন্নয়নে কাজ করে যাচ্ছে। এমন এক সময় ছিলো যখন বলা হতো কাস্টমস মানুষকে হয়রানি করছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, কাস্টমস ও সাধারণ মানুষ এক হয়ে দেশের রাজস্ব উন্নয়নে কাজ করছে।

বন্ডের অপব্যবহার রোধ করতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা যদি বন্ডের অপব্যবহার রোধ করতে পারি তাহলে রাজস্ব আয় দ্বিগুণ বেড়ে যাবে। তাই আইন আছে সবাইকে আইন পালন করতে হবে। অন্যথায় কাউকে ছাড় দেওয়া হবে না।

পাঁচটি সংস্থাকে এবার ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এবার অ্যাটর্নি কার্যালয়, বিজিবি, র‌্যাব, বাংলাদেশ কোস্ট গার্ড ও সব স্থলবন্দর কর্তৃপক্ষকে পুরস্কারে ভূষিত করা হচ্ছে। এছাড়া আমাদের মনে রাখতে হবে, দেশের রাজস্ব ক্রমশ বাড়ছে বৈ কমছে না। রাজস্বের প্রয়োজন এনবিআর মানুষের দ্বারে দ্বারে যাবে। শুধুমাত্র দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য সবকিছু করতে রাজি রাজস্ব বোর্ড। শুধু তাই নয়, রাজস্ব আদায়ে নতুন অধ্যায় সৃষ্টি করবে এনবিআর- যোগ করেন তিনি।

তিনি আরো বলেন, কর দেওয়া সহজতর করতে ডিজিটাল এনবিআর গঠন করার লক্ষ্যে ভ্যাট অনলাইন প্রকল্প কাজ করছে। এতে করে সবাই অনলাইনের মাধ্যমে সহজে ভ্যাট দিতে পারছে। আগামী মার্চে এ লক্ষ্যমাত্রা ৩০ লাখে ছাড়িয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।