ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোটরসাইকেল সেফটি সামগ্রীর শোরুম উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
মোটরসাইকেল সেফটি সামগ্রীর শোরুম উদ্বোধন রেস এর শোরুম উদ্বোধন করা হয়েছে

ঢাকা: দেশে প্রথমবারের মতো নতুন মোটরসাইকেল ও আরোহীদের জন্য সেফটি সামগ্রীর একটি শোরুম উদ্বোধন করা হয়েছে। এতে রেস ব্র্যান্ডের নতুন মোটরসাইকেল ছাড়াও সেফটি হেলমেট, জ্যাকেট, গ্লাভস, সুজ ও সেফটি গার্ডস পাওয়া যাবে। শোরুমটির নাম রেস।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান সাউথ এভিনিউতে এ শোরুম উদ্বোধন করেন কোম্পানির চেয়ারপারসন জাকিয়া রউফ চৌধুরী।

এ সময় রেসের বিপণন ব্যবস্থাপক সৈয়দ তাসনিম হায়াতসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেস শোরুম থেকে নতুন মোটরসাইকেল ছাড়াও আরোহীরা পছন্দের আর্ন্তজাতিক মানের সামগ্রী কিনতে পারবেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
এসই/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।