ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ট্যাংকার কেনার অনুমোদন পেলো বিএসসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, ফেব্রুয়ারি ৮, ২০১৭
ট্যাংকার কেনার অনুমোদন পেলো বিএসসি

ঢাকা: বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নিজস্ব অর্থায়নে ৩৪ হাজার ডেডওয়েট টনেজ (ডিডব্লিউটি) সম্পন্ন একটি নতুন প্রোডাক্ট অয়েল/কেমিকেল, ক্রুড অয়েল ট্যাংকার ক্রয়’ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটি।

এ প্রকল্পে ব্যয় হবে ভ্যাট ও ট্যাক্সসহ ২৮৬ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জের ‘ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক লিমিটেড’।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত।

বৈঠকে বাগেরহাটের ‘খুলনা খান জাহান আলী বিমানবন্দর’ নির্মাণ প্রকল্প সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়া হযরত শাহজালাল বিমানবন্দরের রাডার ক্রয় সংক্রান্ত প্রকল্প আরও যাচাই-বাছাইয়ের জন্য ফিরিয়ে দেওয়া হয়েছে। পিপিপির আওতা থেকে বের হয়ে প্রকল্পটি সরকারি অর্থায়নে বাস্তবায়নের জন্য বৈঠকে উপস্থাপন করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।

সরকারের বিশেষ অগ্রাধিকার প্রকল্প হিসেবে চীন সরকারের অর্থে চায়নিজ ইকোনোমিক ও ইন্ডাস্ট্রিয়াল জোনের সংযোগকারী অবকাঠামো নির্মাণ এবং উপযোগ সেবা সংস্থানে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করার প্রস্তাবে নীতিগত অনুমোদন সুপারিশ করেছে বৈঠকে।

অন্যদিকে চট্টগ্রাম জেলার মিরসরাই অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন ও পরিচালনায় চূড়ান্তভাবে নির্বাচিত ডেভেলপার পাওয়ার প্যাক্টের সঙ্গে সম্পাদিত হতে যাওয়া চুক্তিনামা অনুমোদন দেওয়া হয়।  

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের দাউদকান্দি ও চট্টগ্রাম অংশের সড়ক ও সেতুর নির্মাণ ব্যয় বাড়ছে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।

তিনি আরও জানান, মোহাম্মদপুর হাউজিং এস্টেটের এফ ব্লকে সীমিত আয়ের লোকদের কাছে বিক্রির জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় এক হাজার বর্গফুট আয়তনের ৬০টি করে ফ্ল্যাট সম্বলিত ১৬ তলা আবাসিক ভবন নম্বর ৭ ও ৮ নির্মাণ কাজের তৃতীয় ভেরিয়েশন প্রস্তাব পাস করেছে সরকার।

প্রকল্পটির ৭ নম্বর ভবনের ব্যয় বাড়ছে ২ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার টাকা। অন্যদিকে ৮ নম্বর ভবন নির্মাণে ব্যয় বেড়েছে ২ কোটি ৯০ লাখ ৪১ হাজার টাকা। চট্টগ্রাম বন্দরের জিসিবি এলাকার খালি কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য নিযুক্ত ঠিকাদার মেসার্স এভারেস্ট এন্টারপ্রাইজের সঙ্গে সম্পাদিত চুক্তির ১৮ শতাংশ ভেরিয়েশন অর্ডারও অনুমোদন দিয়েছে সরকার।

চট্টগ্রাম বন্দরের জিসিবি এলাকার বার্থ অপারেটদের (কন্টেইনার) সঙ্গে সম্পাদিত চুক্তির চুক্তিমূল্যের টাকা শেষ হয়ে যাওয়ায় ১১ শতাংশ ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে আজকের বৈঠক। চারজন ঠিকাদারের সঙ্গে মোট ভেরিয়েশন অ্যামাউন্ট (পরিমাণ) হচ্ছে ৯ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরএম/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।