ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

জীবন সদস্যের সন্তানদের সংবর্ধনা দেবে চট্টগ্রাম সমিতি-ঢাকা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, ফেব্রুয়ারি ৯, ২০১৭
জীবন সদস্যের সন্তানদের সংবর্ধনা দেবে চট্টগ্রাম সমিতি-ঢাকা

ঢাকা: পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২০১৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত জীবন সদস্যদের ছেলে-মেয়েদের সংবর্ধনা দেবে চট্টগ্রাম সমিতি-ঢাকা। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে অনুরোধ জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

নিবন্ধন করতে জীবন সদস্যের সমিতির আইডি কার্ডের ফটোকপি, শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্টের ফটোকপি, দুই কপি ছবি, যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর জমা দিতে হবে।

রাজধানীর তোপখানা রোডে চট্টগ্রাম সমিতি ভবনে সরাসরি, ডাকযোগে অথবা ([email protected][email protected]) ইমেইলের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো যাবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।