ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্যানমার প্রপার্টিজকে সম্মাননা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
স্যানমার প্রপার্টিজকে সম্মাননা স্যানমার প্রপার্টিজকে সম্মাননা প্রদান

ঢাকা: রিহ্যাব-এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী দিনে চট্টগ্রামের আবাসন খাতের অন্যতম পথিকৃত স্যানমার প্রপার্টিজকে সম্মাননা প্রদান করা হয়। ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ মেলায় চট্টগ্রামের আবাসনের পথিকৃৎ হিসেবে স্যানমারকে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক তুলে দেন গৃহায়ণ ও গণপূর্ণমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।

সম্মাননা প্রদানের জন্য রিহ্যাবকে ধন্যবাদ জ্ঞাপন করে স্যানমার প্রপার্টিজ-এর চেয়ারম্যান ও সিইও মাসুক হক বলেন, রুচিশীল এবং একটি আদর্শ নগর তৈরিতে আমাদের ছোট ছোট যে চেষ্টা, তাকে সম্মান জানানোর জন্য রিহ্যাবকে ধন্যবাদ।

স্যানমারের সঙ্গে এদিন সম্মাননা প্রদান করা হয় অপর রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ইক্যুইটিকেও।

চট্টগ্রামের দুটি গুরুত্বর্পূণ প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান সম্পর্কে রিহ্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম জোনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী বলেন,  চট্টগ্রামে আবাসনের শুরু স্যানমারের হাত দিয়ে, সঙ্গে আছে ইক্যুইটি, এমন প্রতিষ্ঠানকে সম্মামনা প্রদান করে আনন্দবোধ করছি’।

বাংলাদশে সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।