ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কেমিক্যাল-প্লাস্টিক কারখানায় অভিযান বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
কেমিক্যাল-প্লাস্টিক কারখানায় অভিযান বন্ধের দাবি বিপিজিএমইএ এর সভাপতি জসিমউদীন

ঢাকা: স্থানান্তর না হওয়া পর্যন্ত পুরান ঢাকায় কেমিক্যাল ও প্লাস্টিক কারখানায় চলমান অভিযান বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)।

বুধবার (২২ মার্চ) শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে সাক্ষাৎকালে ব্যবসায়ী প্রতিনিধিরা এ দাবি জানান।

সংগঠনের সভাপতি জসিমউদীন সাংবাদিকদের জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলমান রাসায়নিক কেমিক্যাল ও প্লাস্টিক কারখানায় অভিযানের পরিপেক্ষিতে আমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি।


তিনি আমাদের সামনে মেয়রকে ফোন দেন এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় মন্ত্রীর কাছে লিখিত দাবি জানান ব্যবসায়ীরা।

আরো উপস্থিত ছিলেন, বিপিজিএমইএ’র সাবেক সভাপতি ফোরদৌস ওয়াহেদ, জসিম আহমেদ, কাজী আনোয়ারুল হক, সহ-সভাপতি কেএম ইকবাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।