ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশের অগ্রগতিতে উচ্ছ্বাস, রয়েছে কিছু চ্যালেঞ্জ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
বাংলাদেশের অগ্রগতিতে উচ্ছ্বাস, রয়েছে কিছু চ্যালেঞ্জ পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে গার্ডা ভারবার্গ

ঢাকা: পুষ্টিসহ নানা খাতে বাংলাদেশের অগ্রগতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব গার্ডা ভারবার্গ। তবে এ অগ্রগতিকে টেকসই করতে হলে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (০৩ এপ্রিল) রাজধানীর শেরে বাংলানগরে  পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে  সৌজন্য সাক্ষাতে এসব মন্তব্য করেন তিনি।
 
ভারবার্গ বলেন, ‘বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

আশা করছি, এমডিজি’র মতো এসডিজি’র সকল সূচক সফলতার সঙ্গে অর্জন করবে। খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যখাতেও বাংলাদেশ ভালো করছে। তবে একটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সেটি হলো পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক সকল বিভাগের মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে’।

‘বাংলাদেশের বর্তমান অর্জন সত্যিই প্রশংসার দাবিদার। এ অর্জনে পরিকল্পনা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল পদক্ষেপ বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রণালয় গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে’।
 
বৈঠক প্রসঙ্গে  পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘গার্ডা ভারবার্গের সঙ্গে পুষ্টির সকল বিষয়ক নিয়ে কথা হয়েছে। আমাদের অর্জনে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। আমাদের ছেলে-মেয়েরা মুটিয়ে যাচ্ছে না। সকল বিষয়ে আমরা ইতিবাচক ভূমিকা রাখছি। আমরা জাতিসংঘের প্রত্যাশা পূরণ করতে পেরেছি’।
 
তিনি আরও বলেন, ‘আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও নানা বিভাগের মধ্যে সমন্বয় করে আমাদের কাজ করতে হবে। আমার বিশ্বাস, যেভাবে এমডিজি’র লক্ষ্য অর্জন করেছি, একইভাবে এসডিজি’র সকল লক্ষ্য অর্জনে সক্ষম হবো’।

তিনি আরও বলেন,  জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচিতে ১ লাখ ১৫ হাজার ৪৮৬ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মা ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা ও সচেতনতামূলক কর্মকাণ্ডে এ প্রকল্পের টাকা ব্যয় করা হবে। এ বিষয়েও প্রশংসা করেছেন গার্ডা ভারবার্গ।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।