ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্রয় কমিটিতে সাত বিদ্যুত কেন্দ্রের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
ক্রয় কমিটিতে সাত বিদ্যুত কেন্দ্রের অনুমোদন

ঢাকা: সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সাতটি নতুন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে।

বুধবার (৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সভায় এসব কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।
 
মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যুৎকেন্দ্র সাতটির সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৭৮৭ মেগাওয়াট। বিদ্যুৎকেন্দ্রগুলো ফার্নেস তেলে পরিচালিত হবে। নির্মাণের পর ১৫ বছর পর্যন্ত এসব কেন্দ্র থেকে বিদ্যুত কিনবে সরকার। সবগুলোই স্বতন্ত্র বিদ্যুৎকেন্দ্র।
 
তিনি জানান, সরকার ১১৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রংপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুত কিনবে ৮ টাকা ২০ পয়সা দরে। ১১৫ মেগাওয়াট ক্ষমতার ঠাকুরগাঁও বিদ্যুৎকেন্দ্র থেকে সরকার বিদ্যুৎ কিনবে ৮ টাকা ২১ পয়সা দরে। ১১৩ মেগাওয়াট ক্ষমতার বগুড়া বিদ্যুৎকেন্দ্র থেকে সরকার বিদ্যুৎ কিনবে ৮ টাকা ২৪ পয়সা দরে। চাঁদপুরের ১১৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র থেকে সরকার বিদ্যুৎ কিনবে ৭ টাকা ৯২ পয়সায়। ১০৪ মেগাওয়াট ক্ষমতার নারায়নগঞ্জ থেকে ৮ টাকা ৯২ পয়সা ও ১১৪ মেগাওয়াট ক্ষমতার ফেনী বিদ্যুৎকেন্দ্র থেকে সরকার বিদ্যুৎ কিনবে ৮ টাকা ৪০ পয়সা দরে।
 
এসব কেন্দ্রের মধ্যে চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করবে ডরিন পাওয়ার ও ডরিন পাওয়ার হাউজ। রংপুর ও বগুড়া বিদ্যুৎকেন্দ্র দুটির মালিক কনফিডেন্স সিমেন্ট ও কনফিডেন্স স্টিল লিমিটেড।

এরআগে, ১০টি বিদ্যুৎকেন্দ্রের জন্য দরপত্র আহ্বান করা হলেও তিনটি বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব ক্রয় কমিটিতে পাঠায়নি বিদ্যুৎ বিভাগ।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।