ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘অ্যাটম গাম’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
‘অ্যাটম গাম’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসকিন ‘অ্যাটম গাম’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসকিন। ছবি:রানা- বাংলানিউজ

ঢাকা: প্রাণ কনফেকশনারির চুইংগাম ‘অ্যাটম গাম’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দুই বছরের জন্য যোগ দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ।

শনিবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর অভিজাত একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং সাখাওয়াত আহমেদ।

এ প্রাপ্তিতে তাসকিন আহমেদ বলেন, ‘অ্যাটম গাম’র সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে।

প্রাণের ‘অ্যাটম গাম’র সঙ্গে আগামী ২ বছর যুক্ত থাকবো। খেলার পাশাপাশি ফ্রি সময়ে এ পণ্যটি নিয়ে কাজ করবো। আশা করছি সবার সহযোগিতা পাবো।

অনুষ্ঠানে সাখাওয়াত আহমেদ বলেন, তাসকিন বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার। ‘অ্যাটম গাম’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে পেয়ে আমরা গর্বিত।

তরুণ এ পেসার ‘অ্যাটম গাম’র জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে প্রাণ কনফেকশনারির ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদ হোসেন বলেন, আমরা সমাজের বিভিন্ন ভালো দিক দেখেও না দেখার ভান করি। আমাদের সমাজের বিভিন্ন ভালো দিকগুলো তুলে ধরতে হবে। তাইতো এবারে আমাদের পে-অফ (ট্যাগ) লাইন হচ্ছে ‘আওয়াজ বাড়াও। ’ যা আগে ছিলো ‘চাপার জোর বাড়াও। ’

এজন্য যে আমাদের আওয়াজ তুলেই সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর করতে হবে—উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এসজে/আরআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।