ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সীমান্ত ব্যাংকের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
সীমান্ত ব্যাংকের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   সীমান্ত ব্যাংকের প্রথম সাধারণ সভায় অংশ গ্রহণকারী ব্যাংকের চেয়ারম্যান বিজিবি মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদর দপ্তরে অবস্থিত ক্যাপ্টেন শহীদ আশরাফ হলে বুধবার ( ২০ সেপ্টেম্বর)  অনুষ্ঠিত হয় সীমান্ত ব্যাংক এর প্রথম বার্ষিক সাধারণ সভা।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

সভায় উপস্থিত ছিলেন  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহমেদ চৌধুরী, কর্নেল মো. হাফিজুর রহমান এবং সহকারী পরিচালক মো. মাহবুবুর রশীদসহ অন্যন্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা।

 

সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবুল হোসেন বলেন, দেশের সীমান্ত এলাকায় ব্যাংকের শাখা স্থাপন করে অত্র অঞ্চলে উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। সীমান্ত এলাকায় কল্যাণমুখী ব্যাংকিং সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি সীমান্ত এলাকায় কর্মসংস্থান তৈরির মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পেলে সীমান্তে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড ও চোরাচালান হ্রাস পাবে।

ব্যাংকের প্রধান নির্বাহী মুখলেসুর রহমান বলেন, ইন্টারনেটের মাধ্যমে গ্রাহক যেন ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারে সেই লক্ষ্যে আমরা ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করেছি। গ্রাহক যেন স্বাচ্ছন্দ্যে মোবাইল ফোনের এপ্লিকেশনের মাধ্যমে ব্যাংকিং সেবা পেতে পারেন সেই উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে ‘কানেক্ট’ এপ্লিকেশন উন্মুক্ত করেছি যা গুগুল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে ।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এসজেএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।