সোমবার (২৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন, রংপুর এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের রংপুর জেলা সভাপতি আমিন উদ্দিন বিএসসি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- হারাগাছের বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলু ও বিড়ি শ্রমিক নেতা রাশেদুল হক।
মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি ট্যাক্স ফাঁকির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই অর্থ তুলতে সরকার বিড়ির ওপর অযৌক্তিক কর বসিয়ে শত বছরের পুরনো কুটিরশিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে।
বিএটিবিসহ এর সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধন কর্মসূচিতে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
পিআর/জেডএস