ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘আগামী বাজেট সাড়ে চার লাখ কোটি টাকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
‘আগামী বাজেট সাড়ে চার লাখ কোটি টাকার’

ঢাকা: আগামী ২০১৮-২০১৯ অর্থবছরে বাজেটের আকার সাড়ে চার লাখ কোটি টাকা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রাজধানীর মিরপুর কনভেনশন সেন্টারে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ‘আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ ইঙ্গিত দেন।

চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা।

৪০ বছর বয়সী করদাতার সংখ্যা বৃদ্ধি পাওয়া আমাদের জন্য ভালো লক্ষণ উল্লেখ করে অর্থমন্ত্রী কর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কর আদায়কারীদের আরও বেশি করবান্ধব হতে হবে। এরইমধ্যে অনেকে করবান্ধব হওয়ায় তরুণ করদাতাদের সংখ্যা বেড়েছে।  

আগামী অর্থবছরে বাজেটের আকার সাড়ে চার লাখ কোটি টাকা হতে পারে বলেও এ সময় ইঙ্গিত দেন অর্থমন্ত্রী।

কর অঞ্চল-৩-এর কর কমিশনার নাহার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।