মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর রামপুরা বাজারের খোলা ট্রাকে পণ্য কিনতে এসে বাংলানিউজকে কথাগুলো বলছিলেন আছিরন বিবি।
ময়মনসিংহ জেলা থেকে ঢাকায় জীবিকার তাগিদে আসেন স্বামীহারা আছিরন বিবি (৫৫)।
তবে আছিরন বিবির অভিযোগ মাঝে মাঝে এসে জিনিসপত্র পাওয়া যায় না। এসব বিক্রয় প্রতিনিধিরা দোকানিদের কাছে পাইকারি বিক্রি করে দেয়। দোকানিরা কম দামে এখান থেকে পণ্য কিনে বেশি দামে বিক্রয় করে বলেও অভিযোগ করেন তিনি। তবে বিক্রয় প্রতিনিধি সামাদ মোল্লা বাংলানিউজকে বলেন, আমি একসাথে ৫ কেজির বেশি কোনো পণ্যই বিক্রি করি না। আর ব্যবসায়ীদের দেখলে আমরা বুঝতে পারি তাদের কাছে বিক্রি করি না। সাধারণ মানুষের কাছে বিক্রি করেই তার পণ্য থাকে না বলেও জানান সামাদ মোল্লা।
এদিকে বিভিন্ন সময়ে খোলা ট্রাকের এ সকল পণ্যের মান নিয়ে প্রশ্ন উঠলেও বর্তমানে ভাল মানের পণ্য পাওয়া যায় বলেও জানান ক্রেতারা।
স্থানীয় বাসিন্দা কামরুন নাহার এদিন দুধ এবং ডাল কিনতে আসেন রামপুরা বাজারের এই ট্রাকে। তিনি বাংলানিউজকে বলেন, আগে এখান থেকে একদিন ডাল কিনেছিলাম। তখন সেটা ভাল হয়নি। কিন্তু এখন নিয়মিত দুধ এবং ডাল কিনি। মান খুবই ভালো। আর দোকানের থেকে কম দামে ভালো জিনিস পাই। আমাদের মতো গরিবের জন্য এটা খুবই ভালো সার্ভিস।
রামপুরা বাজারের এই ট্রাকে দেখা গেছে প্রতি কেজি চিনি (দেশি) ৫৫ টাকা, মসুর ডাল (অস্ট্রেলিয়ান মাঝারি মানের) ৮০ টাকা, মসুর ডাল (মোটা) ৬০ টাকা, সয়াবিন তেল (পুষ্টি ব্র্যান্ডের) ৫ লিটার ৪৫০ টাকা, লবণ প্রতি কেজি ৩৫ টাকা, দুধ (খোলা) প্রতি কেজি ৩৬০ টাকা, দুধ প্যাকেট (পিওর ব্রান্ড) ৫শ’ গ্রাম ২শ’ টাকায় বিক্রি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এসআইজে/আরআই