ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘আয়করদাতাদের সুবিধা দেওয়া হলে তারা উৎসাহ পাবে’

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
‘আয়করদাতাদের সুবিধা দেওয়া হলে তারা উৎসাহ পাবে’ বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। ছবি: বাংলানিউজ

রংপুর: আয়করদাতাদের আলাদা বিশেষ সুবিধা দেওয়া হলে তারা আরও বেশি উৎসাহ পান বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। সেজন্য এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১ নভেম্বর) রংপুরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে কর অঞ্চল রংপুরের আয়োজনে ‘আয়কর মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আয়করই একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি।

আয়কর ছাড়া কোনো দেশ পরিচালনা করা সম্ভব নয়। কারণ, দেশের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে অর্থের প্রয়োজন। সরকার পরিচালনার অর্থ আসে এই আয়কর থেকেই।  

যারা আয় করে তাদেরই আয়কর দেওয়ার আহ্বান জানিয়ে রাঙ্গা বলেন, আমাকে অনেকেই বলেন, আমরা যে আয়কর দেই, আমাদের তো কোনো সুবিধা দেওয়া হয় না। আমি মনে করি আয়করদাতাদের আলাদা বিশেষ সুবিধা দিতে হবে। তাহলে তারা আরও বেশি উৎসাহ পাবেন। আমি এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবো।

আগে কর বা ট্যাক্স দিতে অনেক দুর্ভোগ পোহাতে হতো, কিন্তু এখন অনলাইনে খুব সহজেই তা দেওয়া সম্ভব জানিয়ে রাঙ্গা বলেন, আপনারা আয়কর পরিশোধ করুন। দেশের উন্নয়নে অবদান রাখুন।

রংপুর কর অঞ্চলের কমিশনার হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মোহাম্মদ আহসানুল হক।

তিনি বলেন, করদাতাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা আমাদের অঙ্গীকার। আপনাদের সেবায় আমরা নিয়োজিত, যেন আপনারা সহজেই কর পরিশোধ করতে পারেন। নিজের অর্থ-সম্পদ রক্ষা করতে আয়কর পরিশোধ করুন। এ দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সম্মিলিত প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ।  

আগামী অর্থবছর রংপুর অঞ্চলের জন্য ৬৪০ কোটি টাকা আয়কর টার্গেট নির্ধারণ করা হয়েছে বলেও জানান মোহাম্মদ আহসানুল হক।  

বুধবার থেকে শুরু হওয়া এই আয়কর মেলা আগামী এক সপ্তাহ (১-৭ নভেম্বর) চলবে। এতে রংপুরের আয়করদাতারা খুব সহজে সব তথ্য পাবেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারা ফেরদৌসি পলি, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল ইসলাম মিলন,  ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।