এনবিআর সূত্রে জানা যায়, আয়কর মেলার প্রথম দিনে সেবা নিয়েছেন ৭৯ হাজার ১১২জন করদাতা। আয়কর আদায় হয়েছে ২০৭ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫৫৮ টাকা।
এবার আয়কর মেলা ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে ৭দিন, ৫৬টি জেলা শহরে ৪দিন, ৩৪টি উপজেলায় ২দিন এবং ৭১টি উপজেলায় ১দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ ধারাবাহিকতায় আজ ১৮টি জেলা ও ২টি উপজলোসহ ২০টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, বুধবার সারাদেশে প্রথমদিনের আয়কর মেলায় সেবা নিয়েছেন ৭৯ হাজার ১১২জন। রিটার্ন দাখিল করেছেন ৩১ হাজার ৪১জন ও আয়কর আদায় হয়েছে ২০৭ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫৫৮টাকা।
২০১৬ সালে আয়কর মেলায় প্রথমদিন সেবা নেন ৫৯ হাজার ২৯২জন, রিটার্ন দাখিল করেন ১৬ হাজার ৮৬জন ও আয়কর আদায় হয় ১৯১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা।
এবারের মেলায় প্রথম দিনে গতবছরের চেয়ে ১৯ হাজার ৮২০ জন বেশি কর সেবা নিয়েছেন। একইভাবে ১৪ হাজার ৯৫৫টি আয়কর রিটার্ন বেশি জমা পড়েছে, যা গতবছরের চেয়ে প্রায় দ্বিগুণ এবং ১৬ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ৭৪৬ কোটি টাকার বেশি আয়কর আদায় হয়েছে।
ভবিষ্যত করদাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের কর বিষয়ে সচেতন করতে মেলায় দ্বিতীয়বারের মতো কর শিক্ষণ ফোরামের আওতায় শিক্ষার্থীরা মেলা পরিদর্শন ও কর বিষয়ে ধারণা লাভ ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।
মেলার প্রথমদিন রাজধানীর ঐতিহ্যবাহী উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে ১০জন শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানকেও সনদপত্র প্রদান করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ সম্মাননা প্রদান করেন। আগামীকাল মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলা পরিদর্শন ও প্রতিযোগিতায় অংশ নেবেন।
আয়কর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এবার মেলার পরিধি বৃদ্ধি করা হয়েছে। প্রথমবারের মতো করদাতাদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা স্মার্ট কার্ড এবং ট্যাক্সপেয়ার স্টিকার প্রদান করা হয়েছে। ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করায় করদাতাদের সন্তোষ প্রকাশ করেছেন।
মেলায় ১০টি বুথ থেকে স্মার্ট কার্ড প্রদান করা হয়। মেলায় ১০২টি বুথ থেকে করসেবা প্রদান করা হচ্ছে। এরমধ্যে ৩৮টি আয়কর রিটার্ন গ্রহণ বুথ, ২২টি হেল্প ডেস্ক, বৃহৎ করদাতা ইউনিটের ১টি বুথ, সঞ্চয় অধিদপ্তরের ১টি, কাস্টমসের ১টি, মূসকের ১টি, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল ১টি, মুক্তিযোদ্ধা ১টি বুথ, সিনিয়র সিটিজেন ১টি বুথ, প্রতিবন্ধী ১টি বুথ, মিডিয়া সেন্টার, মেডিকেল টিম ১টি বুথ, ই-টিআইএন ৩টি বুথ, বিসিএস কর একাডেমির ১টি বুথ।
আরও রয়েছে, আইআরডি ১টি বুথ, ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনাল ১টি, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল ১টি বুথ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এটুআই, এনআইএলজি ১টি, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, দুযোর্গ ব্যবস্থাপনা ৪টি, ই-টিআইএন ৪টি, লাইভ টেলিকাস্ট ১টি, কর শিক্ষণ ফোরাম ১টি, নামাযের স্থান, ক্যান্টিন, ফটোকপি, ট্যাক্স আইডি কার্ড ১০টি বুথ, ই-ফাইলিং ৩টি বুথ, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ৯টি বুথ, ই-পেমেন্ট ও কিউক্যাশ ১টি।
পুরো মেলায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে প্রদান করা হবে। করদাতাদের বিনা ভাড়ায় যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ১৩টি শাটল চলাচল করছে। মেলায় অনলাইন রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হচ্ছে। এ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে যেকোন করদাতা পৃথিবীর যেকোন প্রান্ত থেকে রিটার্ন দাখিল করতে পারবেন।
বুধবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওতে নির্মাণাধীন এনবিআর ভবনে সপ্তাহ ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান, এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আবদুর রাজ্জাক, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৫ঘণ্টা, নভেম্বর ১,২০১৭
এসজে/এমজেএফ