সংশ্লিষ্টরা বলছেন, এতে এখন একজন উদ্যোক্তা আড়াই থেকে ৩ শতাংশ সুদে ১০ বছর মেয়াদী ঋণ নিতে পারবেন।
বুধবার (০১ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বিশ্বব্যাংকের আর্থিক খাত সহায়তা প্রকল্পের (এফএসএসপি) আওতায় বাংলাদেশ ব্যাংকে ২৯ কোটি ২৫ লাখ ডলারের একটি ঘূর্ণায়মান তহবিল রয়েছে। ২০১৫ সালের অক্টোবরে গঠিত তহবিলে বিশ্বব্যাংক যোগান দিয়েছে ২৫ কোটি ৪০ লাখ এবং বাংলাদেশ ব্যাংকের রয়েছে ৩ কোটি ৮৫ লাখ ডলার।
এফএসএসপি তহবিলের কার্যক্রম শুরুর সময় জারি করা প্রজ্ঞাপনে বলা হয় সুদহার বাজার ভিত্তিক করতে প্রয়োজনে প্রতি ৬ মাস অন্তর পরিবর্তন করা হবে। এর আগে সর্বশেষ গত বছরের ১৩ নভেম্বরে একবার প্রতি ক্ষেত্রে দশমিক ৫০ শতাংশ সুদহার কমানো হয়েছিল।
কোনো ধরনের বাড়তি চার্জ ছাড়া এ তহবিল থেকে ঋণ ৫, ৭ ও দশ বছর মেয়াদী ঋণ নিতে পারেন উদ্যোক্তারা। প্রতি ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের ক্যামেলস রেটিংয়ের ভিত্তিতে গ্রাহক পর্যায়ে সুদহার নির্ধারিত হয়।
যে ব্যাংকের ক্যামেলস রেটিং যতো ভালো ওই ব্যাংক ততো কম সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ পায়। গ্রাহক পর্যায়েও এসব ব্যাংক কম সুদে ঋণ দিতে পারে। তবে ১, ২ ও ৩ রেটিং পাওয়া ব্যাংক এখান থেকে অর্থ নিতে পারে।
নির্দেশনা অনুযায়ী, ক্যামেলস রেটিং মান-১ পাওয়া ব্যাংকগুলো এখন পাঁচ বছর মেয়াদী ঋণ বিতরণ করবে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট (লাইবর) যোগ ২ শতাংশ সুদে। সাত বছর মেয়াদী ঋণে সুদ নিবে লাইবর যোগ ২ দশমিক ২৫ শতাংশ।
আর ১০ বছর মেয়াদী ঋণ দেবে লাইবর ২ দশমিক ৫০ শতাংশ। রেটিং মান দুই প্রাপ্ত ব্যাংক থেকে গ্রাহকরা লাইবর যোগ ২ দশমিক ২৫ শতাংশ, ২ দশমিক ৫০ শতাংশ এবং ২ দশমিক ৭৫ শতাংশ হারে ঋণ পাবেন।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসই/এমএ