বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কমর্সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত বাংলাদেশের গ্রামাঞ্চলে শিল্প উদ্যোগের উন্নয়ন শীষর্ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী কমর্সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক মো.ফজলুল কাদের।
শিল্পমন্ত্রী আমু বলেন, ১৯৯১ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিলো ৫৬.৭ শতাংশ, ২০১৬ সালে যা কমে হয়েছে ২৩.৫ শতাংশ। ২০২০ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৮.৬ শতাংশে আনার কাজ চলছে। এছাড়া দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ উন্নয়নশীল অনেক দেশের চেয়ে এগিয়ে আছে। শুধু দারিদ্র্য বিমোচনে নয়,আথর্সামাজিক অগ্রগতির অনেক সূচকেও বাংলাদেশ সাফল্য অর্জন করেছে।
তিনি আরও বলেন, এক সময়ের কৃষি নির্ভর অর্থনীতির বাংলাদেশ এখন শিল্প ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় আয়ে শিল্পখাতের অবদান শতকরা ৩২ ভাগ,কৃষিখাতের অবদান শতকরা ১৫ ও সেবাখাতের অবদান শতভাগ ৫৩ ভাগে উন্নীত হয়েছে। বতর্মানে বাংলাদেশে উৎপাদিত ওষুধ ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১২৭টি দেশে রপ্তানি হচ্ছে। এমনকি ইউরোপের বিভিন্ন দেশে জাহাজও রপ্তানি করছি। পাশাপাশি সফটওয়্যার খাতে এখন ৫০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হলেও ২০১৮ সালে এই খাত থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
পল্লী কমর্সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সভাপতি ড.কাজী খলীকুজ্জামান আহমেদের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড.সবুর খান, মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক ড.এএসএম মশিউর রহমান,ঢাকা স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক ড.মুহম্মদ মাহবুব আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ২,২০১৭
এসজে/আরআই