ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়াকফ বিষয়ে দুইদিনব্যাপী কর্মশালা শনিবার শুরু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ওয়াকফ বিষয়ে দুইদিনব্যাপী কর্মশালা শনিবার শুরু  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়াকফ পুণর্জাগরণের লক্ষ্যে ‘রিভাইভাল অব ওয়াকফ ফর সোসিও ইকনোমিক ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা শনি ও রোববার (৪ ও ৫ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হবে। 

ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে ওইদিন রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ কর্মশালা শুরু হবে।  

বৃহস্পতিবার (২ নভেম্বর) দিলকুশা বাণিজ্যিক এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়াকফ বিষয়ক ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  

কর্মশালায় বাংলাদেশ ছাড়াও ব্রুনাই, ইন্দোনেশিয়া, জাপান, সৌদি আরব, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে গবেষক, পণ্ডিত ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। দেশি-বিদেশি গবেষকরা মোট ২৮টি প্রবন্ধ উপস্থাপন করবেন ওই কর্মশালার ১২টি অধিবেশনে।  

লিখিত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বলেন, ওয়াকফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ মানবহিতৈষী ব্যবস্থা। অতীতে মুসলিম রাষ্ট্রগুলোতে যাকাত ও ওয়াকফ রাষ্ট্রীয় অর্থনীতিতে তথা রাজস্ব ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। আজকের আধুনিক যুগেও বিভিন্ন মুসলিম দেশে যাকাত ও ওয়াকফ প্রশাসন ও ব্যবস্থাপনার জন্য শক্তিশালী পৃথক মন্ত্রণালয় ও দফতর রয়েছে।  

ইসলামী অর্থনীতির বিভিন্ন উপাদান তথা যাকাত, সদকাহ, ওয়াকফ, কর্জে হাসানাহকে সমন্বয় করে সার্বিকভাবে আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর প্রয়োগ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।  

এ সময় অণ্যদের মধ্যে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হামিদ মিঞা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-উল আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।