খুলনা আয়কর মেলা
খুলনা: খুলনায় আয়কর মেলার দ্বিতীয় দিন ৬৪ লাখ ৯০ হাজার ২৫ টাকার কর আদায় হয়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১৬শ ৫৬ জন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) কর অঞ্চল খুলনার কর কমিশনার মো. ইকবাল হোসেন (চলতি দায়িত্ব) বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার মেলায় রিটার্ন দাখিল করেছেন ১ হাজার ৯৭ জন গ্রাহক।
মেলার প্রথম দিন ৬৫ লাখ ৬৫ হাজার টাকা আয়কর জমা পড়ে। মেলা থেকে সেবা নেন ১ হাজার ৯শ ৩৯ জন। রিটার্ন দাখিল করেন ৩৮৪ জন গ্রাহক।
বয়রা কর ভবন প্রাঙ্গণে আয়োজিত করমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলছে। মেলা শেষ হবে ৭ নভেম্বর।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমআরএম/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।