ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে দ্বিতীয় দিনে ৩ কোটি টাকারও বেশি কর আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
সিলেটে দ্বিতীয় দিনে ৩ কোটি টাকারও বেশি কর আদায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান (ফাইল ফটো)

সিলেট: সিলেটে সাত দিনব্যাপী আয়কর মেলার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (০২ নভেম্বর) ৩ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৪০০ টাকার কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ১ হাজার ৭৬৩ জন করদাতা। নতুন আওতাভুক্ত হয়েছেন ৩১ জন। মেলায় রিটার্ন দাখিল করেছেন ৫৭২ জন।

মেলার দুই দিনে মোট কর আদায় হয়েছে ৫ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৮৫৩ টাকা।  

সিলেট কর অঞ্চলের মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় ৪ দিনব্যাপী এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ কর মেলা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলার প্রথম দিনে ৭ লাখ ১৯ হাজার ৯৩০ টাকা কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ৭৫৫ জন, নতুনভাবে করের আওতায় এসেছেন ৯ জন, রিটার্ন দাখিল করেছেন ২৩৬ জন।

বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জ জেলায় চলমান মেলার প্রথম দিনে ১১ লাখ ৬৯ হাজার ৬৩৮ টাকা কর আদায় হয়েছে। প্রথম দিনেই সেবা নিয়েছেন ৮৭২ জন, নতুন ইটিআইএনভূক্ত হয়েছেন ৪ জন, রিটার্ন দাখিল করেছেন ৫১ জন করদাতা।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ কর মেলায় ১ লাখ ৫০ হাজার ১৯৫ টাকা কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ৪৫২ জন, নতুন ইটিআইএন খুলেছেন ১৩ জন, রিটার্ন দাখিল করেছেন ৯৪ জন করদাতা।
 
বুধবার (০১ নভেম্বর) উদ্বোধনী দিনে ২ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৪৫৩ টাকা কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ৯৪৩ জন এবং ৫০ জনকে নতুন ইটিআইএন দেওয়া হয়েছে।

সকাল সোয়া ১০টায় নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ইমরান আহমদ।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে ০৭ নভেম্বর পর্যন্ত। এবারের মেলায় নতুন আকর্ষণ সেলফি কর্নার। ‘আমি একজন গর্বিত করদাতা’ স্লোগানে সেলফি কর্নারে সেলফি তুলছেন দর্শনার্থীরা। মেলার অভ্যর্থনা ডেস্কে আছে প্লেটভর্তি চকলেট। সেবা গ্রহীতারা ইচ্ছামতো চকলেট নিতে পারবেন।

উপ-কর কমিশনার কাজল কুমার সিংহ জানান, নভেম্বর মাস পর্যন্ত ২০০ কোটি টাকার কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সিলেট কর অঞ্চল। আয়কর মেলা থেকে ৪৭ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মেলায় এবার ১৮টি স্টল বসানো হয়েছে। এর মধ্যে রিটার্ন গ্রহণ বুথ ৭টি, একটি করে সোনালী ও জনতা ব্যাংক, কাস্টমস, সঞ্চয়ী হিসাব ও আয়কর আইনজীবী বুথ রয়েছে। কর কমিশনার কর্নার ছাড়াও রয়েছে কন্ট্রোল রুম, অভ্যর্থনা ও তথ্য কেন্দ্র, দু'টি ইটিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন কেন্দ্র।

এছাড়া একটি মিডিয়া বুথ করা হয়েছে। যেখানে বসে সাংবাদিকরা মেলার সংবাদ সংগ্রহ ও কাজ করছেন।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এনইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।