ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর মেলায় চতুর্থ দিনে ২১৭ কোটি টাকা রাজস্ব আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
আয়কর মেলায় চতুর্থ দিনে ২১৭ কোটি টাকা রাজস্ব আদায়

ঢাকা: জাতীয় আয়কর মেলার চতুর্থ দিন সারাদেশে ২১৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ২১১ টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্রে জানা যায়, মেলার চতুর্থ দিনে ১ লাখ ৯৪ হাজার ৩৩১ জন কর সেবা নিয়েছেন। আর রিটার্ন দাখিল করেছেন ৫৩ হাজার ৬২৫ জন করদাতা।

সবমিলিয়ে গত চার দিনে আয়কর মেলায় মোট ১ হাজার ২০১ কোটি ৩৭ লাখ ৫ হাজার ৩৪০ টাকার আয়কর (রাজস্ব) আদায় হয়েছে। আর চারদিনে কর সেবা নিয়েছেন ৫ লাখ ৯০ হাজার ৯৬২ জন।

মেলার চতুর্থ দিনে ঢাকাসহ দেশের ৬৪টি জেলা, ৭টি উপজেলাসহ ৭১টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। এবার রাজধানী ঢাকাসহ দেশের ৫৬টি জেলা শহরে, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় করদাতাদের রিটার্ন দাখিল ও করসেবা নেওয়ার সুবিধার্থে শনিবার মেলার সময় বৃদ্ধি করে ৫টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত করা হয়। আগামী ৩ দিন শুধু ঢাকার আয়কর মেলা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

এছাড়া আয়কর মেলা-২০১৭’র বাড়তি আকর্ষণ করদাতাদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান। এ আইডি কার্ড সাধারণ করদাতাদের পাশাপাশি বিভিন্ন মহলে বেশ সাড়া ফেলে। প্রথমবারের মতো ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের আয়কর মেলায় এ কার্ড দেওয়া হচ্ছে। মেলায় সাধারণ করদাতাদের পাশাপাশি সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, আইটি বিশেষজ্ঞ, সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ দেওয়া করা হয়।

এরই ধারাবাহিকতায় মেলার চতুর্থ দিন মেলা প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম, অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করা হয়।  

এর আগে সকালে মেলা প্রাঙ্গণে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসজে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।