ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাড়ছে না আয়কর মেলার সময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
বাড়ছে না আয়কর মেলার সময় আয়কর মেলায় করদাতাদের ভিড়; ছবি- বাংলানিউজ

ঢাকা: বাড়ছে না সারাদেশে একযোগে অনুষ্ঠিত হওয়া  সপ্তাহব্যাপী আয়কর মেলার সময়। তবে শেষ দিন মঙ্গলবার (৭ নভেম্বর)আয়কর মেলার সময় না বাড়লেও যতক্ষণ করদাতা থাকবে ততক্ষণ তাদের সেবা দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর) সূত্র।

আয়কর মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত চলার কথা থাকলেও  ঢাকায় করদাতাদের চাপ থাকায় মেলায় গত তিনদিন ধরে রাত ১০টা পর্যন্ত চলছে। মঙ্গলবারও রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা।

তবে আগামী ১২ নভেম্বর থেকে স্ব স্ব কর অঞ্চলে আয়কর সেবা পাওয়া যাবে।

গত ১ নভেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়কর মেলা উদ্বোধন করেন  অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি।

আয়কর মেলা এবার ৮ বিভাগীয় শহরে ৭দিন, ৫৬টি উপজেলায় ৪দিন, ৩৪টি উপজেলায় ২দিন ও ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) ১দিন করে অনুষ্ঠিত হচ্ছে। আয়কর মেলার এবার বাড়তি আকর্ষণ হিসেবে করদাতাদের রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে তাদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড ও ইনকাম ট্যাক্সপেয়ার স্টিকার প্রদান করা হচ্ছে।

আগারগাঁওয়ে করদাতাদের সেবায় আয়কর মেলায় ৩৮টি আয়কর রিটার্ন গ্রহণ বুথ, ২২টি হেল্প ডেস্ক বুথ, বৃহৎ করদাতা ইউনিটের ১টি বুথ, সঞ্চয় অধিদপ্তরের ১টি বুথ, কাস্টমসের ১টি বুথ, মূসক বা ভ্যাটের ১টি বুথ, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের ১টি বুথ , মুক্তিযোদ্ধাদের জন্য ১টি বুথ, সিনিয়র সিটিজেনদের জন্য ১টি বুথ এবং প্রতিবন্ধীদের জন্য ১টি করে বুথ রয়েছে।

পাশাপাশি মিডিয়া সেন্টার ও মেডিক্যাল টিমের ১টি বুথ, ই-টিআইএন এর ৩টি বুথ, বিসিএস কর একাডমির ১টি বুথ, আইআরডি’র ১টি বুথ, ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালের ১টি বুথ, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের ১টি বুথ; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এটুআই, এনআইএলজির ১টি বুথ র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, দুযোর্গ ব্যবস্থাপনার ৪টি বুথ, ই-টিআইএন এর ৪টি বুথ, লাইভ টেলিকাস্ট এর ১টি বুথ, কর শিক্ষণ ফোরামের ১টি বুথ, নামাজের স্থান, ক্যান্টিন, ফটোকপি, ট্যাক্স আইডি কার্ডের ১০টি বুথ, ই-ফাইলিংয়ের ৩টি বুথ, জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের ৯টি বুথ, ই-পেমেন্ট ও কিউক্যাশের ১টি বুথ রয়েছে।

এছাড়া আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে দেওয়া হচ্ছে মেলায়। পাশাপাশি করদাতাদের বিনা ভাড়ায় যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ১৩টি শাটল বাস নিয়োজিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ১,২০১৭
এসজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।