ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেলার শেষ দিনে ছিলো মানুষের  উপচে পড়া ভিড় 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
মেলার শেষ দিনে ছিলো মানুষের  উপচে পড়া ভিড়  বরিশাল আয়কর মেলা

বরিশাল: সপ্তাহব্যাপী আয়কর মেলার শেষদিন মঙ্গলবার (০৭ নভেম্বর)। শেষদিনে এসে বরিশালে মেলাস্থলে করপ্রদান ও সেবাগ্রহনকারীদের ভিড় ছিলো লক্ষণীয়। 

পাশাপাশি এ ক’দিনে গত কয়েক বছরের থেকে এবছর মেলা থেকে সেবা গ্রহণকারী ও কর আদায়ের পরিমাণ বেড়েছে অনেকটাই।

এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেই আশাবাদ ব্যক্ত করছে কর বিভাগ।

কর অঞ্চলের সহকারী কর কমিশনার মো. মেহেদী মাসুদ ফয়সাল জানান, ‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’ এই স্লোগানে জাতীয় রাজস্ব বোর্ড ও বরিশাল কর অঞ্চলের আয়োজনে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় এই আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।  

প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই আয়কর মেলা। এবছর ৮ হাজার রিটার্নকারী ও ১৫ শত নতুন করদাতা সংগ্রহসহ ৬ কোটি টাকা রাজস্ব আদায় করার টার্গেট নিয়েছে বরিশাল কর অঞ্চল। পাশাপাশি এই মেলায় ১ লাখ ২৫ হাজার করদাতাকে সেবাপ্রদান করা হবে।

মেলা ব্যতিত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মাস ব্যাপি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে আয়কর বিভাগ।

এদিকে ৭ দিনব্যাপী মেলার ৬ষ্ঠ দিন পর্যন্ত ৪ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ৮৯৮ টাকা কর আদায় হয়েছে। যা একই সময়ে গত বছর জমা পড়েছিলো ৩ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩শ’ ৫৯ টাকা।

বরিশালে এবার রিটার্ন জমা দিয়েছেন ৬ষ্ঠ দিন পর্যন্ত ৮ হাজার ২৭৬ জন। গত বছর ৬ষ্ঠ দিন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছিলো ৫ হাজার ১শ’ ৫৪জন। সব কিছু মিলিয়ে এবার আয়কর মেলায় রিটার্ন দাখিলকারী এবং কর জমার পরিমান বেশি।

বাংলা‌দেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।