ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডেনিমের মাধ্যমে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শ্রেষ্ঠ হবে

মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
ডেনিমের মাধ্যমে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শ্রেষ্ঠ হবে ডেনিম এক্সপোর স্টল পরিদর্শন করছেন দর্শনার্থীরা; ছবি- জিএম মুজিবুর

ঢাকা: ডেনিম সাপ্লাই চেইনের স্বচ্ছতার উপর আলোকপাত করে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সপ্তমবারের মতো চলছে ডেনিম এক্সপো-২০১৭। অভিনব ডিজাইন এবং সৃজনশীল ডেনিম পোশাক প্রস্তুতে বাংলাদেশের নৈপুণ্য ও সক্ষমতাকে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যেও আয়োজন করা হয়েছে এই প্রর্দশনীর।

আয়োজকরা জানান, ক্রেতা ও ভোক্তাদের কাছে পোশাক উৎপাদনের স্থান ও প্রক্রিয়া যথাযথভাবে তুলে ধরা হচ্ছে এ প্রদর্শনীতে। সাপ্লাই চেনের স্বচ্ছতার কারণে বাংলাদেশের ডেনিম মিলস ও কারখানায় অগ্রগতি সাধিত হয়েছে।

বিশ্বে বাংলাদেশের ডেনিম শিল্প প্রথম সারিতে প্রতিষ্ঠা পেয়েছে। ডেনিম শিল্পের স্বচ্ছতার মাধ্যমে পোশাক শিল্পে বাংলাদেশ একদিন শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দু’দিনব্যাপী এই প্রদর্শনী ঘিরে দেশি বিদেশি বায়ার, দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।

প্রর্দশনীর আয়োজন করেছে বাংলাদেশ ডেনিম এক্সপো। বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও মো. মোস্তাফিজ উদ্দিন বাংলানিউজকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মিলনমেলা ডেনিম এক্সপো। এক্সপোর মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি ডেনিম সাপ্লাই চেইন বাড়ানো এবং ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন হবে। বাংলাদেশের পোশাক শিল্পে ডেনিম এক্সপো গুরুত্বপূর্ণ অধ্যায়। এক্সপোর প্রতিপাদ্য বিষয় ডেনিম শিল্পের স্বচ্ছতা। স্বচ্ছতা বলতে এখানে সরবরাহ এবং  শ্রমিকের অধিকার ও কল্যাণের বিষয়টি বোঝানোর হয়েছে। এই স্বচ্ছতা তুলে ধরে বিশ্বে বাংলাদেশ পোশাক শিল্পে একদিন শ্রেষ্টত্ব প্রতিষ্ঠা করবে। আইসিসিবিতে চলছে ডেনিম এক্সপো; ছবি- জিএম মুজিবুর  দু’দিনব্যাপী চলা এই এক্সপোতে ১২টি দেশের ৬৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। ইউরোপ ও আমেরিকার বাজারে ডেনিম রপ্তানিতে বাংলাদেশের প্রধান তিন প্রতিপক্ষ দেশ হচ্ছে চীন, ভারত ও পাকিস্তান। এই তিন দেশেরও বেশ ক’টি ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এই এক্সপোতে অংশগ্রহণ নিচ্ছে। এক্সপোতে অংশ নেওয়া দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো  বিভিন্ন নতুন ডিজাইনের ডেনিম পোশাক প্রর্দশন করছে। পোশাকগুলোতে রয়েছে সমকালীন ফ্যাশনের ছাপ।  

দু'দিনের এই প্রদর্শনীর আজকে (বৃহস্পতিবার) শেষ দিন। সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
এমসি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।