বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম রাশিয়া সফর করছেন।
ওই বৈঠকে স্বাস্থ্যখাতে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের চিত্র তুলে ধরেন নাসিম। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ তার অঙ্গীকার অনুযায়ী কর্মসূচি গ্রহণ করছে।
এ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ভারত, রাশিয়া ও মালদ্বীপের সহায়তা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।
এর পরিপ্রেক্ষিতে দেশ তিনটির স্বাস্থ্যমন্ত্রীরা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন বলেও ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
টিএ