শনিবার (১৮ নভেম্বর) সকালে যাত্রাবাড়ী কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, সিম, মূলা ৩০ টাকা, চিচিংগা, শসা, ঝিঙ্গে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে নতুন সবজি উঠলে দাম কিছুটা বাড়তি থাকে। তবে সময় গড়াতেই সেই দাম চলে আসে ক্রেতাদের নাগালের মধ্যে। চলতি সপ্তাহে দাম কমবে বলে জানান পাইকারি বিক্রেতারা।
পুরনো সবজির দাম একটু কম থাকলেও বাড়তি রয়েছে নতুন সবজিতে। ঢেঁড়স ৬০ টাকা, বেগুন ৫০-৭০ টাকা, টমেটো ১২০ টাকা। এছাড়াও বাজারে মূলা, পালংসহ বেশ কয়েক ধরনের শীতকালীন শাকও উঠতে দেখা গেছে। তবে দাম আকাশ ছোঁয়া।
পুরনো আলু ২০ টাকা হলেও বাজারে নতুন আলুর কেজি ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত।
পেয়াজের দাম বাড়তি হলেও অপরিবর্তিত রয়েছে আদা, রসুন ও কাঁচা মরিচের দাম। ভোজ্য তেল, মসলা, ডালের দাম স্বাভাবিক রয়েছে।
যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের শিক্ষিকা নাজমুম নাহার বাংলানিউজকে বলেন, পাইকারি বাজারে সবজির দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে। এখন আমরা বেশিবেশি টাটকা শাক ও সবজি কিনতে পারবো। বাড়তি দাম থাকায় বাজারে এসে হিমশিম খেতে হয়।
সবজি বিক্রেতা রকিবুল ইসলাম জানান, বাজারে নতুন সবজি উঠায় বেচা-বিক্রিতে তোড়জোড় বেড়ে গেছে। এখন ব্যবসায় লাভও হচ্ছে বেশি। এই দাম পড়ে গেলে আগের অবস্থায় ফিরে যেতে হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এএম/বিএস