ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘মেঘনা ব্যাংক ট্যাপ এন পে’ মোবাইল ব্যাংকিং সেবা চালু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
‘মেঘনা ব্যাংক ট্যাপ এন পে’ মোবাইল ব্যাংকিং সেবা চালু অনুষ্ঠানে অতিথিরা-ছবি-বাংলানিউজ

সাভার (ঢাকা): মেঘনা ব্যাংক ‘ট্যাপ এন পে’ ৪র্থ প্রজন্মের একটি মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে লেনদেনকে আরও বেশি নিরাপদ, দ্রুত ও সহজতর করার উদ্দেশ্যে এই মোবাইল ব্যাংকিং সেবা চালু করা হয়।
 
মেঘনা ব্যাংক টিপিএল টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে।

ম্যাস্ট্রো ক্রাউন কলেজের ব্যবস্থাপনায় আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে খেলা।
 
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অনুষ্ঠানের উদ্বোধন করেন।
 
তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে একত্রিত করার প্রয়াস হিসেবে মেঘনা ব্যাংকের এই উদ্যোগ। যেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও গার্মেন্টস প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত দলগুলো নিবন্ধনসহ সব ধরনের ফি ছাড়াই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে।  
 
বিজয়ীদের ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কারসহ আরও বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মেঘনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাভার (ঢাকা-১৯) আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) খোরশেদ আলম প্রমুখ।
 
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোবালিটি আই ট্যাপ পে (বাংলাদেশ) লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. কামরুল আহসান।  

সঙ্গীতশিল্পী মনির খান, মিলা ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।