ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন একনেক সভা পরবর্তী প্রেস ব্রিফিং

ঢাকা: ১২ হাজার ৫২৪ কোটি ৭৪ লাখ টাকার ১৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)। 

মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠবে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৫ হাজার ২৩৭ কোটি ৩৮ লাখ টাকার 'নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উর্ধ্বমুখী সম্প্রসারণ’ প্রকল্প, ১ হাজার ৯৯০ কোটি ৯৬ লাখ টাকার ‘পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন’ প্রকল্প, ১ হাজার ৯২৫ কোটি টাকার ‘উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (২য় প্রকল্প)’ ও ৬১২ কোটি ৬৯ কোটি টাকার ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ প্রকল্প।

একনেক সভা পরবর্তী প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।