ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কাস্টমস দিবসের ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
কাস্টমস দিবসের ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী

ঢাকা: আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২২ জানুয়ারি) নিজ দফতরে নিয়মিত কেবিনেট সভার শুরুতে প্রধানমন্ত্রী ১০ টাকার মূল্যমানের এ ডাকটিকেট অবমুক্ত করেন।  

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 
 
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একইসঙ্গে তিনি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন।  

এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।