সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক প্রাক বাজেট আলোচনার শুরুতে তিনি একথা জানান।
তিনি বলেন, বাজেটে মানবসম্পদ উন্নয়ন অগ্রাধিকার খাত হিসেবে থাকবে।
‘আমাদের শক্ত পয়েন্ট হলো সামাজিক নিরাপত্তা। এ খাতে প্রতিবছরই আমরা বেশি বরাদ্দ রাখি। চলতি অর্থবছরে এটি ছিলো ২১ হাজার ৫০০ কোটি টাকা। ’
চলতি ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ১২ হাজার কোটি টাকা।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসএ/এমএ/