মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুই পক্ষের মধ্যে সমঝোতামূলক সিদ্ধান্তের পর ব্যবসায়ীরা কর্মবিরতি তুলে নেওয়ায় সকাল থেকে স্বাভাবিক নিয়মে এপথে বাণিজ্য শুরু হয়।
এরআগে বুধবার (২৪ জানুয়ারি) ভারতীয় কাস্টমসের নতুন নিয়মে কারপাস প্রথাসহ হয়রানির প্রতিবাদে কর্মবিরতি ডেকে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছিলো ব্যবসায়ীরা।
ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বাংলানিউজকে বলেন, দুই পক্ষের মধ্যে ফলপ্রশ্রু আলোচনা শেষে কাস্টমস কর্তৃপক্ষ তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ায় কর্মবিরতি তুলে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হয়েছে। এখন থেকে পূর্বেও নিয়মেই কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, ব্যবসায়িদের দুর্ভোগের কথা মাথায় রেখে আটকে থাকা পণ্য দ্রুত খালাসের জন্য সংশিষ্ট সব বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে টানা ছয়দিন পর বাণিজ্য শুরু হওয়ায় কর্মব্যবস্থা ফিরে এসেছে দুই পারের বন্দরে। শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন পণ্য খালাসের ক্ষেত্রে। টানা বন্ধের ফলে একদিকে যেমন সরকার বঞ্চিত হচ্ছিলো রাজস্ব আদায় থেকে, তেমনি প্রায় ১০ কোটি টাকা লোকশানের মুখে পড়তে হয়েছে ব্যবসায়ীদের। পণ্য খালাস বন্ধ থাকায় বন্দর শ্রমিকেরাও পড়ে বেকায়দায়।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এজেডএইচ/জিপি