গতবছরের চেয়ে ৮২ কোটি ৮৭ লাখ টাকার কম রফতানি আদেশ এসেছে এবার। অর্থাৎ রফতানি আদেশ এসেছে ১৬০ কোটি ৫৭ লাখ টাকার (১৯.৪৬ মিলিয়ন মার্কিন ডলার)।
রোববার (০৪ ফেব্রুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।
রফতানি উন্নয়ন ব্যুরোর বরাত দিয়ে তিনি বলেন, এবার ২০ মিলিয়ন ডলার বা ১৬০ কোটি ৫৭ লাখ টাকার রফতানি আদেশ পেয়েছে বাংলাদেশি কোম্পানিগুলো।
শুধু রফতানি আদেশই কমেনি, এবার মেলায় বিক্রিও কম হয়েছে। ২০১৭ সালে মোট বিক্রি হয়েছিল ১১৩. ৫৩ কোটি টাকা। আর এবার বিক্রি হয়েছে ৮৭ কোটি ৮৩ লাখ টাকার পণ্য। অর্থাৎ বিক্রি কমেছে ২৫ কোটি ৭০ লাখ টাকা।
এবার ১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৫ দিন চালু ছিল ডিআইটিএফ।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
ইইউডি/এসএইচ