ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রড-সিমে‌ন্টের দাম বৃদ্ধিতে আবাসন খাতে ক্ষতির আশঙ্কা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
রড-সিমে‌ন্টের দাম বৃদ্ধিতে আবাসন খাতে ক্ষতির আশঙ্কা রিহ্যাবের সংবাদ সম্মেলন

ঢাকা: ফ্লাট নির্মাণের কাঁচামাল রড ও সিমে‌ন্টের দাম বাড়ায় দে‌শের আবাসন খাত আবারও বড় ক্ষ‌তির মু‌খে পড়ার আশঙ্কা প্রকাশ ক‌রে‌ছে আবাসন নির্মাণ প্র‌তিষ্ঠা‌ন সংগঠন। অ‌নেক প্র‌তিষ্ঠান নির্মাণকাজ সাম‌য়িকভা‌বে বন্ধ ক‌রে দি‌চ্ছে। এ‌তে যথাসম‌য়ে ফ্লাট হস্তান্তর অ‌নিশ্চয়তার মু‌খে পড়‌বে।

মঙ্গলবার (২০ মার্চ) দুপুর সা‌ড়ে ১২টায় সংবাদ স‌ম্মেল‌নে একথা জা‌নি‌য়ে সমস্যা উত্তরণে সরকারের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে রি‌য়েল এ‌স্টেট অ্যান্ড হাউজিং অ্যা‌সো‌সিয়েশন অব বাংলা‌দেশ (রিহ্যাব)।  

সংবাদ স‌ম্মেল‌নে বক্ত‌ব্যে রিহ্যাব সভাপ‌তি আলমগীর শামসুল আলা‌মিন ব‌লেন, নির্মাণ খা‌তের প্রধান উপকরণ সি‌মেন্ট এবং র‌ডের দাম অস্বাভা‌বিক বে‌ড়ে‌ছে।

তি‌নি জানান, রড টন প্র‌তি ১৪ হাজার টাকা এবং সি‌মে‌ন্টে প্র‌তি ব্যা‌গে ৬০ থে‌কে ৭০ টাকা বে‌ড়ে‌ছে। এছাড়া পাথরের দামও অ‌নেক বে‌ড়ে‌ছে। এ অবস্থায় আবাসন খাত বাঁচা‌তে সরকা‌রের কা‌ছে সহ‌যো‌গিতা চায় রিহ্যাব।

শিগ‌গিরই নির্মাণ সামগ্রীর দাম না কমার আশঙ্কা প্রকাশ ক‌রে রিহ্যাবের সহ-সভাপ‌তি নুর‌ন্নবী চৌধুরী শাওন এম‌পি ব‌লেন, জ‌মির উচ্চমূল্য ও সাই‌নিং মা‌নির প‌রিমাণ বৃ‌দ্ধির কার‌ণে এম‌নি‌তেই প্রকল্প ব্যায় বাড়‌ছে। যা আবাসন খাতের জন্য হুম‌কি।  

‌তি‌নি আরো বলেন, ব্যাংকে সু‌দের হার বাড়ায় এখন আবাসন খাত আরও ঝুঁকির মু‌খে পড়‌ছে। এ‌তে আবাসন খাত আবারও নে‌তিবাচক অবস্থায় গি‌য়ে পড়‌বে।  

আবাসন শি‌ল্পের সঙ্গে সং‌শ্লিষ্ট রড, সি‌মেন্ট, পাথরসহ বি‌ভিন্ন স‌মি‌তির সবাই‌কে মত‌বি‌নিময় ক‌রে উদ্ভূত সমস্যার কার্যকর সমাধান বের করার আহ্বান জানান।  

সংবাদ সম্মেল‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, রিহ্যাব’র সহ-সভাপ‌তি লিয়াকত আলী ভুইয়া, পরিচালক কামাল মাহমুদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।